ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন সুপারস্টার সালমান

rising sylhet
rising sylhet
জুলাই ৯, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

বয়স ৫৯, কিন্তু তাতে কী? পর্দায় তার জাদু আজও বহু অষ্টাদশীর মনে ঝড় তোলে। বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ বলা হয় সুপারস্টার সালমান খানকে। অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। তা সত্ত্বেও কেউ কেউ এখনও জানতে চান, কবে বিয়ে করবেন সালমান? এর মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন অভিনেতা।

বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। সালমানের এই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন।

বুধবার সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। দিনটিতে বোনের স্বামীকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি পর্দার টাইগার। এ জন্য বেছে নিয়েছেন এমন এক ছবি যেখানে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।

ভাইজান আরও লিখেছেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’ ব্যস সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন। ভগ্নিপতির মতো হতে চান শুনেই নেটিজেনদের মধ্যে ফিসফাস চলছে। চিরাচরিত রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সালমান? নাকি ভগ্নিপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের বার্তাও ছড়িয়ে দিয়েছেন ? এমন প্রশ্ন মাথায় উঁকি দিয়েছে অনেকের। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সালমান বলেছিলেন ‘এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে। তারপর তাকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সঙ্গে সম্পত্তির অর্ধেকও। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।

বোন ও ভগ্নিপতির আদুরে ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেক ভালোবাসা।’

সূত্র : বলিউড লাইফ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।