
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে আবারো অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের বিত্তিতে
(গত ২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায়, ছাতক থানা পুলিশ ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করা হয় উপজেলার খুরমা গ্রামে।
এসময় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালিকের বসত বাড়ির খড়ের গাধার সামন হইতে, ১টি দেশীয় রিভলবার,১টি পাইপ গান,২টি কার্তুজ,৭টি দেশীয় ধারালো অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বর্নিত অস্ত্র সমুহ ছাতক থানার জিডি নং ১২৩৭ মূলে তানা হেফাজতে রাখা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এছাড়া এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।