বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অভিযানে দেশীয় চায়নিজ কুড়াল দুটি, কার্তুজ পাঁচটি, এলজি দুটি, ক্রিস দুটি, ছুরি তিনটি, সাবল একটি, মুখের মুখোশ তিনটি এবং ১৮ ইঞ্চি লম্বা লোহার রামদা একটা উদ্ধার করা হয়।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৫৭ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সারাদেশে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।