রাইজিংসিলেট- চলমান ওয়ানডে বিশ্বকাপে আর মাত্র দুইটি ম্যাচ খেলা বাকি বাংলাদেশের। এবারের বিশ্বকাপটা বাংলাদেশের জন্য মোটেও সুখকর ছিল না। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর এখন পর্যন্ত আর একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। এমনকি পরাজয়ের তিক্ত স্বাদ পায় ডাচদের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, যেটুকু সময় তিনি পেয়েছেন তা দল গোছানোর জন্য যথেষ্ট ছিলো না।
রোববার (৫ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরুসিংহে। সেখানে চলমান বিশ্বকাপ নিয়ে কথা বলেন তিনি। টাইগার কোচ জানান, দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর যে সময় তিনি পেয়েছেন তাতে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না।
হাথুরুসিংহে বলেন, ‘মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার পক্ষে বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আমার কাজটা মূলত শুরু হবে বিশ্বকাপের পর।’ হাথুরুসিংহের মতে, বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়। এরপর দলকে সামনে নিয়ে যেতে হয়।
বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিচ্ছেন হাথুরুসিংহে। সাকিব-মুশফিকরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি, কেবল আমরা যা শুনছি সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।