ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২২, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে আর্জেন্টিনা। পেরুকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ হলেও এখনও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ, সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তারা।

ফিফার নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের একটিতে জয়ের বিপরীতে একটিতে হেরেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানে হারের পর পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই জয়ে তাদের পয়েন্ট ২৫।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আর এই ছয় ম্যাচের ১টিতে জয় পেতে হবে মেসি-মার্টিনেজদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া ১০টি দলই ১২টা করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া। আর ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।