
স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের লতিফিয়া ইমাম সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় দশপাইকা পশ্চিম হাটি জামে মসজিদে সাবেক সভাপতি হাফেজ আবদুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা ফখরুল ইসলামকে সভাপতি, শামছুল ইসলাম জুনেদকে পূনরায় সাধারণ সম্পাদক ও মাওলানা ইলিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে (২০২৬-২০২৭) সেশনের নতূন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি ক্বারী ইরশাদ হোসেন, মাওলানা হেলাল আহমদ ও মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আলিম ও হাফেজ আবদুল কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মাওলানা আবদুল হামিদ তানজিম,প্রচার সম্পাদক মাওলানা মুশাররফ হোসেন সিরাজী, সহ-প্রচার সম্পাদক হাফেজ নুর মিয়া, অফিস সম্পাদক মাওলানা আমির উদ্দিন, সহ-অফিস সম্পাদক হাফেজ শাহজাহান মিয়া, সাহিত্য সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ-সাহিত্য সম্পাদক হাফেজ নজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ। এছাড়া হাফেজ আবদুল কাদির ও মাওলানা হোসাইন মোহাম্মদ সাইফুল্লাহকে লতিফিয়া ইমাম সোসাইটির উপদেষ্ঠা নির্বাচিত করা হয়।