ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে স্ক্যাম প্রতিরোধে বড় পদক্ষেপ, বন্ধ হচ্ছে ৭০ লক্ষ্য অ্যাকাউন্ট

rising sylhet
rising sylhet
আগস্ট ৭, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে স্ক্যাম প্রতিরোধে বড় পদক্ষেপ, বন্ধ হচ্ছে ৭০ লক্ষ্য অ্যাকাউন্ট। বিশ্বব্যাপী প্রতারণা প্রতিরোধে হোয়াটসঅ্যাপে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘবদ্ধ স্ক্যাম চক্রের দ্বারা। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে মেটা।

প্রতারণার একটি কৌশল ছিল চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে স্ক্যাম সেন্টারে নিয়ে যাওয়া, যেগুলো ছিল মিয়ানমার, কেম্বোডিয়া ও থাইল্যান্ডে। এসব স্থানে জোর করে প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত করা হতো ভুক্তভোগীদের। পরবর্তীতে তারা বিশ্বের নানা প্রান্তের মানুষকে টার্গেট করে অনলাইন স্ক্যাম চালাত।

নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত হয়েছে, যার ফলে কোনো অজানা ব্যক্তি গ্রুপে যুক্ত করলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন। অনেক স্ক্যামিং অ্যাকাউন্ট প্রতারণা শুরু করার আগেই শনাক্ত করে বন্ধ করা হয়েছে।

এক আলোচিত ঘটনায় দেখা যায়, মেটা, হোয়াটসঅ্যাপ ও ওপেনএআই একত্রে কাজ করে কেম্বোডিয়াভিত্তিক একটি বড় স্ক্যাম চক্র বন্ধ করে দেয়। তারা ‘রেন্ট-এ-স্কুটার’ নামে একটি ভুয়া প্রকল্প চালিয়ে ব্যবহারকারীদের প্রলোভনে ফেলত। স্ক্যামাররা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মন গলাতে সক্ষম এমন বার্তা তৈরি করত, এবং এসএমএস বা মেসেজিং অ্যাপে কথোপকথনের মাধ্যমে প্রতারণা চালাত।

মেটা সতর্ক করে বলেছে, যেসব ক্ষেত্রে আগাম অর্থ চাওয়া হয় বা লাভের আশ্বাস দিয়ে টাকা দাবি করা হয়, সেগুলো সন্দেহজনক হওয়া উচিত। নিরাপত্তার জন্য সবাইকে টু-স্টেপ ভেরিফিকেশন চালুর পরামর্শ দেওয়া হয়েছে এবং অচেনা নম্বর থেকে আসা বার্তায় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।