ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিএমবিএফ সিলেট বিভাগ ও জেলার আলোচনা সভা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আজ মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘাত, যুদ্ধ ও সহিংসতা শুধু মানুষকে ধ্বংস করছে না, বরং উন্নয়ন ও মানবকল্যাণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ ঘোষিত এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, শান্তি শুধু কোনো শব্দ নয়; এটি একটি কার্যকর বাস্তবতা, যা ভালোবাসা, পারস্পরিক সম্মান, মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে- বৈষম্য, সহিংসতা ও ঘৃণা নয়, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, ন্যায়সঙ্গত ও মানবিক বিশ্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য প্রতিটি রাষ্ট্র, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শান্তির চর্চা এবং সচেতনতার বিকল্প নেই।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস এর কনফারেন্স হলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার জাতিসংঘ ঘোষিত ৪৪তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগের সহ সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান এর সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ও মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল অরগেনাইজার মনোরঞ্জন তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সহ সভাপতি শ্যামল চৌধুরী, ধল উন্নয়ন সংসদ সিলেটের সভাপতি ও সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিক্ষা সম্পাদক আবু তাহের, সাহেদা বেগম, জাহারুন্নেছা, জকিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কামাল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।