
বিসিবির আসন্ন নির্বাচন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গঠিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে এই সভা হয়।
জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভায় আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন সম্পন্ন হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) আসন্ন তিন আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া মার্কেটিং প্রতিষ্ঠান ‘আইএমজি’কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আগামী সপ্তাহে বিপিএলের প্লেয়ার ড্রাফট ও বিপিএলের সময়সূচি চূড়ান্ত করা হবে।
বিসিবির আসন্ন নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমসহ বাকি বোর্ড সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।