ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি’র ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে এই সভা হয়।

নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে নির্বাচন স্থগিত করে অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা করছে বোর্ডের একটি অংশ। এই প্রক্রিয়ার বিরোধিতা করে ইতোমধ্যে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ বিবৃতি দিয়েছে। আজকের বোর্ড সভায় নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণাসহ প্রক্রিয়াগত দিকগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, নানা অনিশ্চয়তার মধ্যে অনুষ্ঠিত এই সভায় বিসিবির আসন্ন নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে।

সভায় আলোচ্যসূচিতে রয়েছে বিপিএল প্রসঙ্গ। আসন্ন তিন আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া মার্কেটিং প্রতিষ্ঠান ‘আইএমজি’কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও প্লেয়ার ড্রাফটের তারিখ নির্ধারণ, বিপিএলের সময়সূচি চূড়ান্তকরণ এবং নতুন ভেন্যু যুক্ত করা নিয়েও আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বাকি বোর্ড সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।