বুলেট নামক কীটনাশক খেয়ে মমতাজ বিবি (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় বড়হাটি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে মমতাজ বিবি নিজ বাড়িতে সকলের অগোচরে ইঁদুর মারার বিষ (বুলেট) খেয়ে চটপট শুরু করেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাৎক্ষণিক তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে মমতাজ বিবির অবস্থা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরেন মমতাজ বিবি।
মতাজ বিবি জলসুখা ইউনিয়নের নোয়াগড় বড় হাটি গ্রামের মৃত কলমধর উল্লার স্ত্রী।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।