ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সচেতনতা ও সামাজিকীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
নভেম্বর ৫, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads


‎বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট কর্তৃক আয়োজিত “সচেতনতা ও সামাজিকীকরণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই সেমিনারের আয়োজন করা হয়।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের পক্ষে সেমিনারটি পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

‎‎সেমিনারে ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় সুরক্ষা ও সেবার মাধ্যমসমূহ, এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎‎সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা। ‎উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। ‎এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত থেকে মনোযোগ সহকারে বক্তব্যগুলো শুনেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞান নয়, সামাজিক, নৈতিক ও নাগরিক সচেতনতার দিক থেকেও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষা, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং রাষ্ট্রীয় সেবার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে পারলেই শিক্ষার্থীরা ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।