গত কয়েকদিন ধরে চলছিল টানা বৃষ্টি।বৃষ্টিপাত থামলেও কমছে না নদ-নদীর পানি। কালনী-কুশিয়ারা নদীর পানি এখনও রয়েছে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে। যদিও খোয়াইসহ অন্য নদীগুলোর পানি স্থিতিশীল রয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুয়ায়ী গত ২৪ ঘন্টায় কালনী কুশিয়ারা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়েছে। যা এর আগের ২৪ ঘন্টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও সোমবারের মতো মঙ্গলবারও খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২.৭৫, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জের আকাশে দেখা মিলেছে রোদের। যে কারণে টানার বৃষ্টির পর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্থি।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টিপাত কমলেও উজানের পানি নামছে, যে কারণে একটি নদীর পানি বাড়লেও অন্যগুলো স্থিতিশীল রয়েছে।