
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকের বৃহত্তর গোবিন্দগঞ্জ ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা দুইটা থেকে মধ্যরাত পর্যন্ত সংগঠনের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন, হাফেজ মারুফ আহমদ ও সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু বক্কর।
সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা মিয়ার পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ কারী গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জের মাওলানা মুফতি ফজলুর রহমান কবির খান্দানী, মাওলানা এম শামীম আহমদ জালালাবাদী, মাওলানা নুরুল আমীন, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুর আলী, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন বাহারী, মাওলানা নূর আলী, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান, বিয়ানিবাজারের মাওলানা জয়নুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, শ্রমিক নেতা এম এ খালিক।
এসময় বৃহত্তর গোবিন্দগঞ্জ ব্যাটারি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়েছ মিয়া, ক্যাশিয়ার সুমন ইসলাম সবুজ, ছাতক রোডের উপ-কমিটির সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক মোল্লা জসিম উদ্দিন, গোবিন্দগঞ্জ বাজার মুখ উপ-কমিটির সভাপতি সিদ্দেক আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।