
রাইজিংসিলেট- বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম শীর্ষ সম্মেলনের অবসরে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অংশ নিতে এর আগের দিন, সোমবার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে একটি প্রতিনিধি দলসহ তেহরান ত্যাগ করেন আরাগচি। বেইজিং সফরের সময় তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন আরাগচি। এছাড়া তিনি সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন বলেও জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।