
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিলেটের পবিত্র শাহ পরান (রহ.) এর মাজার প্রাঙ্গণে বুধবার দুপুরে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে পুনরায় কাজ করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয় ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।