
রাইজিংসিলেট- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হয়েছে চার বিশিষ্ট নারীকে। রোববার (৯ ডিসেম্বর), বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁদের হাতে পদক তুলে দেন।
পদকপ্রাপ্ত চার নারী হলেন:
রুভানা রাকিব (নারীশিক্ষা—গবেষণা)
কল্পনা আক্তার (নারী অধিকার—শ্রম অধিকার)
নাবিলা ইদ্রিস (মানবাধিকার)
ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ—ক্রীড়া)
জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের নাম চূড়ান্ত করা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পদক প্রদান করা হয়।
সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া। সাহিত্য, শিক্ষা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে তিনি এই অঞ্চলে নারী জাগরণের পথিকৃৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নারীশিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং ভোটাধিকারের দাবিতে তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই আজকের বাংলাদেশে নারী আন্দোলনের ভিত্তি মজবুত হয়েছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া বেগম রোকেয়া ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। তাঁর অবদান স্মরণে দেশজুড়ে দিনটি ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করা হয় প্রতি বছর।