ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুই নেতাকে আ ট ক

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

মহানগরীর বন্দরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) বেলা ৪টার দিকে কোর্ট পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে হেলমেট না থাকার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে দুই ছাত্রনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে উঠেন এবং বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি ঘোলাটে হলে পুলিশ ঘটনাস্থলে তাদের গাড়ি রেকার করে এবং নিয়মিত মামলার জন্য নাম-পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন।

আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

এসময় পুলিশি কাজে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, বন্দরবাজারে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়। এরপরই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এই ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।