ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যস্ত শহরে রাস্তার ধারে পড়ে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন অত:পর

rising sylhet
rising sylhet
আগস্ট ৮, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মানসিক ভারসাম্যহীন এক নারী ব্যস্ত শহরে রাস্তার ধারে পড়ে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন । অথচ, তার চরম কষ্টের দিকে ভ্রুক্ষেপ করার সময় নেই যেন কারও। অসহায় সেই নারীকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন একের পর এক পথচারী। এমন নির্মম এক পরিস্থিতির মধ্যেই পৃথিবীর আলো গায়ে মাখলো নতুন শিশু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে দেওয়ানহাট মোড়ে পুলিশ বক্সের বিপরীত পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে। ব্যস্ত রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মা ও নবজাতকের জন্য এসময় সহায় হয়ে এলো ট্রাফিক পুলিশ। নারী ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল তারা।

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, সকালে ওই মোড়ে দায়িত্ব ছিল আমাদের। হঠাৎ কনস্টেবল এসে বলল, ‘‘স্যার রাস্তায় বাবু হয়েছে।” তার কথা শুনে দৌড়ে গিয়ে দেখি সড়কেই নবজাতকের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এরপর ওয়াকিটকিতে সাহায্যের জন্য বলি। সে সময় জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স ওই সড়ক দিয়ে যাচ্ছিল। সেটিকে থামিয়ে পরে মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছাই।

সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, সেখানে আমি, সার্জেন্ট আবদুল্লাহ আল মুজাহিদ ও কনস্টেবল মহিউদ্দিন ছিলাম। বাচ্চাটা সড়কে পড়ে ছিল। আমরা আশপাশে নারী পথচারীদের অনুরোধ করছিলাম ওই নারীকে ঢেকে দেওয়ার জন্য। অনেক অনুরোধের পর দুজন এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে তুলি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ভারসাম্যহীন ওই নারী। একসময় সড়কেই সন্তানের জন্ম দেন তিনি। তবে পথচারীদের কেউ এগিয়ে আসেনি। তার চিৎকার শুনে এক পুলিশ সদস্য এগিয়ে যান। পরে আরও কয়েকজন এসে তাদের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওই নারীকে। অ্যাম্বুলেন্সে একজন সার্জেন্ট ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।