
রাইজিংসিলেট- দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটসহ নয়টি অঞ্চলের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা রাজ্যে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বাড়তে পারে এবং কিছু জায়গায় সতর্কসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদী বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীগুলোর পানিও বাড়তে পারে। মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীতে পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে, যার ফলে ফেনী ও চট্টগ্রামের কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।