ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৫ জন বাংলাদেশি নাগরিক—including নারী ও শিশুরা—বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে একটি পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর কার্য সম্পন্ন হয়।

হস্তান্তরের পর রাত সোয়া ৯টার দিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয়: হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিরা মূলত সাতক্ষীরা, খুলনা, যশোর ও শরীয়তপুর জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন:

সাতক্ষীরার শ্যামনগরের অনিতা মন্ডল (২৯) ও তার কন্যা সুপর্ণা (৬)

খুলনার কয়রার নূর নবী গাজী (৪০), তার স্ত্রী মুরশিদা (৩৫), ছেলে আলম (১২) ও মেয়ে হালিমা (৯)

মেহেরালী ঢালী (৬০), তার স্ত্রী তহমিনা (৫৫) ও কন্যা রিনা (২০)

আনিসুর রহমান (৩৬), তার স্ত্রী মায়মুনা (৩০), ছেলে মুস্তাকিম (১০) ও মেয়ে তানিয়া (৭)

যশোরের দীপু মন্ডল (২৩)

শরীয়তপুরের আমেনা আক্তার (২২)

আটক হওয়ার পটভূমি: ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এরপর তাদের হাকিমপুর ক্যাম্পে রাখা হয়।

হস্তান্তরের প্রক্রিয়া: ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ-এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী ব্যবস্থা:বিজিবির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তাদের পরিচয় যাচাই করে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।