ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পালিয়ে গিয়ে দাউদ খান নিজের সেলফি পাঠিয়েছেন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন—এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

এবার তিনি আরও বিস্ফোরক একটি তথ্য সামনে এনেছেন। তার দাবি, ভারতে পালিয়ে গিয়ে হামলাকারী নিজের সেলফি পাঠিয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি দাবি করেন, এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করে দেন।

সায়ের তার পোস্টে একটি ভারতীয় নম্বরও উল্লেখ করেন (+৯১৬০০১৩৯৪০**)। তিনি দাবি করেন, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান। তার ভাষ্য অনুযায়ী, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে বলে তিনি দাবি করেন।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।