ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত চায়, জাকির নায়েক ঢাকায় এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক বাংলাদেশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩১, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আগামী নভেম্বরে ঢাকায় একটি ধর্মীয় দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসতে পারেন বিতর্কিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক। তবে এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে—বাংলাদেশে পা রাখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা করছে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ যেন উপযুক্ত ব্যবস্থা নেয়—এটাই আমাদের প্রত্যাশা।”

ঢাকার আগারগাঁওয়ে আগামী ২৮ ও ২৯ নভেম্বর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে তার এক ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারতে ঘৃণামূলক বক্তব্য ও অর্থপাচারের অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা হয় এবং তার টিভি চ্যানেল পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

একই বছরে ঢাকার হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকারও তার কার্যক্রম নিষিদ্ধ করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা নরম হয়েছে বলে জানা যায়, আর এমন প্রেক্ষাপটেই তার ঢাকায় আগমনের প্রস্তুতির খবর ছড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।