
রাইজিংসিলেট- ভারত-চীন সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভারত ও চীনের উচিত পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক কৌশলের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা। তিনি মনে করেন, একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে দেখার সময় এসেছে।
১৮ আগস্ট, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ওয়াং ই এই মন্তব্য করেন। তিনি বলেন, চীন চায় ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে।
বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, দ্বিপাক্ষিক বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে।
এস জয়শঙ্কর জানিয়েছেন, অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে-মানুষে যোগাযোগ, নদীর তথ্য বিনিময় এবং সীমান্ত বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এসব আলোচনা দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়তে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য গড়তে ভারত ও চীন একসঙ্গে কাজ করতে পারে এবং এ ক্ষেত্রে তারা উদাহরণ স্থাপন করতে সক্ষম।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত সংলাপের ২৪তম পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন।