ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক-মাঠে পৌঁছায়নি পাকিস্তান দল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি হওয়ার কথা থাকলেও, পাকিস্তান দল মাঠে পৌঁছায়নি।

সংযুক্ত আরব আমিরাতের দল স্টেডিয়ামে পৌঁছালেও পাকিস্তান দল শেষ মুহূর্তে মাঠে নামেনি। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হোটেল থেকে বের হতে না পারায় মাঠে উপস্থিত হতে পারেনি।

ম্যাচ শুরুর নিয়ম অনুযায়ী, দুই অধিনায়ক টসের জন্য ৩০ মিনিট আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার কথা থাকলেও, পাকিস্তানি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব শিগগিরই এই বিষয়ে প্রেস কনফারেন্স করবে বলে জানিয়েছে।

পিছনের ঘটনা হিসেবে, গত রোববার ভারত-পাক ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক শুরু হয়। পিসিবি অভিযোগ করেছে, ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পিসিবি দাবি করেছে, যদি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে না সরানো হয়, তারা ম্যাচ বয়কট করতে পারে। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাইক্রফটকে সরানো হবে না। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পিসিবি পুনরায় আইসিসিকে এই আবেদন পাঠায়, যা খারিজ করা হয়।

দেখা যাচ্ছে, হ্যান্ডশেক বিতর্কের কারণে পাকিস্তান দলের এই আচরণ কি ম্যাচ বয়কটের সমান কি না এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটবিশ্বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।