জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করে বলেন,নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পাকিস্তান দৌড়ঝাঁপ করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না করে আওয়ামী লীগের সঙ্গে করেছিল। আর পাকিস্তান নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক সৃষ্টির দৌড়ঝাঁপ করছে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে দাঁড়ানোর একটা সুযোগ হয়েছে। কোনো দলের কাছ থেকে নয় সংবিধান স্টেটের কাছ থেকে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। কারণ, স্টেটের মধ্যে আপনিও টাকা দিয়ে থাকেন। সেই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে।
দুটি রাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, আমাদের দীর্ঘ সময়ে গল্প রয়েছে, আমরা একই নদীর পানি পান করি। তাই আমরা চাই, কোনো দলের সঙ্গে নয়, স্টেট টু স্টেট মর্যাাদার ভিত্তিতে সম্পর্ক হোক।
সংলাপে সুফিদের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে ৩০০ আসনে গডফাদার রয়েছে, ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্য দিয়ে যান না। তাই তাদের কাছে কখনও সিজদা দেবেন না। এদের কাছে নিরাপত্তার নামে একবার যদি বিক্রি হয়ে যান, সারাজীবন মাজার রক্ষার নামে ভবিষ্যতে গোলাম বানিয়ে রাখবে।