ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফর শেষে ভক্তদের উদ্দেশে যা বললেন মেসি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে শেষ হয়েছে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’। সোমবার (১৫ ডিসেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে তাকে এক নজর দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত। সেই আবেগঘন পরিবেশেই ভারতের দর্শকদের উদ্দেশে বিদায়ী বার্তা দেন মেসি।

মেসির ভারত সফরের সূচনা হয়েছিল কলকাতা দিয়ে। তবে শুরুতেই চরম বিশৃঙ্খলার মুখে পড়তে হয় তাকে। অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠায় নির্ধারিত সময়ের আগেই কলকাতা ছাড়েন এই তারকা ফুটবলার। এরপর তিনি যান হায়দরাবাদে, সেখানকার অনুষ্ঠান শেষে সফর করেন মুম্বাইয়ে। মুম্বাইয়ে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও একাধিক বলিউড তারকার সঙ্গে সাক্ষাৎ করেন মেসি। সেখান থেকেই তিনি পাড়ি জমান দিল্লিতে।

তবে দিল্লিতে পৌঁছাতেও কিছুটা বিলম্ব হয়। কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে মুম্বাই থেকে তার ফ্লাইট নির্ধারিত সময়ের পরে অবতরণ করে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

দীর্ঘ অপেক্ষার পর ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো দে পলকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতেই উল্লাসে মুখরিত হয়ে ওঠে অরুন জেটলি স্টেডিয়াম। তারা প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া দুই দলের ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মরণীয় ছবি তোলেন।

অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মেসিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় আইসিসি প্রেসিডেন্ট ও বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ মেসির হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট তুলে দেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি ব্যাট ও তিন ফুটবলারের জন্য ভারতীয় দলের জার্সিও উপহার দেওয়া হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মেসি বলেন, ভারতে অবস্থানকালে যে ভালোবাসা ও সম্মান তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তার ভাষায়, এই সফর তাদের জন্য ছিল দারুণ ও স্মরণীয় একটি অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, এই ভালোবাসা তারা আজীবন মনে রাখবেন এবং ভবিষ্যতে আবার ভারতে ফেরার আশাও প্রকাশ করেন—হোক তা কোনো ম্যাচ খেলতে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।