ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলে লঘুচাপের প্রভাব

rising sylhet
rising sylhet
জুন ৩০, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

দেশের চারটি বিভাগ—খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটে—আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ জুন) দেওয়া নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।