ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার আড়ালে ঘটে যাওয়া নির্মমতার অবসান হলো আদালতের রায়ে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

আবাসিক হোটেলে ভালোবাসার আড়ালে ঘটে যাওয়া নির্মমতার অবসান হলো আদালতের রায়ে। চিকিৎসক প্রেমিকা জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মামলার রায় ঘোষণা হলেও, নিয়তির পরিহাসের মতো আসামি রেজাউল করিম রেজা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় দেন এবং একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, রেজাউল করিম রেজা নিহত জান্নাতুল নাঈমকে নিয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন। এরপর সুযোগ বুঝে এক গভীর রাতে তিনি জান্নাতুলকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে গা ঢাকা দেন।

২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় পুলিশ জান্নাতুলের নিথর দেহ উদ্ধার করে।

এই হৃদয়বিদারক ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন। ২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।