ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালো ❝হেলমেট❞ আপনাকে টাইমড আউট হওয়া থেকে বাঁচাতে পারে, দিল্লি পুলিশ

rising sylhet
rising sylhet
নভেম্বর ৮, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- এত বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যা আগে ঘটেনি সেটিই ঘটেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সেদিন ‘টাইমড আউট’ হন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। এ ঘটনার পর থেকে আলোচনা-সমালোচনা চলছেই।

এদিকে হেলমেট কান্ডে ‘টাইমড আউট’ হয়ে ম্যাথুস হতাশ হলেও এই ঘটনাকে কাজে লাগিয়ে লাভই হয়েছে দিল্লি পুলিশের। ম্যাথুসের হেলমেট কান্ডকে পুঁজি করে নিজেদের প্রচারণা চালিয়ে নিয়েছে তারা। যদিও নিজেদের বললে একটু ভুলই হবে, বলা চলে দিল্লির জনগণকে সতর্ক করার উপায় হিসেবে ম্যাথুসের হেলমেট কান্ডকে বেছে নিয়েছে শহরটির পুলিশ বিভাগ।

বাইকারদের প্রতি নিজেদের বার্তা পৌঁছে দিতে ভালো একটি হেলমেট ব্যবহার করার উপযোগিতা সম্পর্কে সবাইকে সচেতন করতে তারা ম্যাথুসের ভুল হেলমেট নিয়ে ক্রিজে আসার ছবিটিকে ব্যবহার করেছে, সেটিও নিজেদের মতো কিছুটা এডিট করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশ সেই ছবিটি দিয়ে লিখেছে, ‘একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট হওয়া থেকে বাঁচাতে পারে’। অর্থাৎ, সঠিক হেলমেট পরে দুর্ঘটনা হলেও নিজের জীবন বাঁচানো সম্ভব, এমনটাই বলতে চেয়েছে দিল্লি পুলিশ। ছবির ক্যাপশনে লিখেছেন, আশা করি এখন ‘হেলমেট’ এর গুরুত্ব বুঝতে পেরেছেন।

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাথুস, সেটি নিরাপদ বোধ করেননি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। আর সেজন্যই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’ হন তিনি।

২৪৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।