ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

ভিডিওটি ফারজানা সিথির নয় বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার

rising sylhet
rising sylhet
জুন ১৭, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিথি’র ভিডিও দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। যেটি নিয়ে শুরু হয় নানা বিতর্ক। তবে ভিডিওটি ফারজানা সিথির নয় বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার।

মঙ্গলবার (১৭ জুন) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Tanu Agárwál’ নামের একটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। মুখমণ্ডল ব্যতীত উক্ত ভিডিওতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রচারিত ভিডিওটি ফারজানা সিথির নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ভিডিও সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফারজানা সিথি’র মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া যায় যে এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডলের স্থলে ফারজানা সিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ভিডিও সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফারজানা সিথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় অ্যাকাউন্টটি থেকে প্রতিনিয়ত এমন ভিডিও প্রচার করা হয়ে থাকে (১, ২, ৩)। এছাড়াও জানা যায়, তনু আগরওয়াল একজন মডেল এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার এবং অ্যাকাউন্টটির লোকেশন হিসেবে ভারত উল্লেখ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।