
রাইজিংসিলেট- বাংলাদেশ ‘এ’ দল আজ (বুধবার) সকালে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। তবে ভিসা জটিলতার কারণে দলের তিন ক্রিকেটার—ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী—সঙ্গে যেতে পারেননি। ধারণা করা হচ্ছে, তারা আগামীকাল দলে যোগ দেবেন।
আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ, যা ইমার্জিং এশিয়া কাপের নতুন সংস্করণ হিসেবে ২০২৪ সাল থেকে ‘লিস্ট এ’ মর্যাদা পেয়েছে।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং; আর ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ পাঁচটি দেশের ‘এ’ দল অংশ নিচ্ছে, তবে আমিরাত, ওমান ও হংকং নিজেদের জাতীয় দল নিয়েই মাঠে নামবে। দুটি সেমিফাইনাল হবে ২১ নভেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।
বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।