ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভুল চিকিৎসায় সেইফওয়ে হাসপাতালে এক রোগীর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহত মাওলানা শফিকুর রহমান (৭৫) গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের বাসিন্দা। তিনি মূত্র থলির পাথর অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে সিলেটে নগরীর মির্জাজাঙ্গালে অবস্থিত সেইফওয়ে হাসপাতালে এই ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, ওই রোগী হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে ভুলভাবে চিকিৎসা দেন। এতে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হন।

রোগীর স্বজনরা জানান, রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তার অপারেশন শুরু হয়। রাত ৮ টার দিকে অপারেশন শেষ হলে রেস্টরুমে থাকাকালীন আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তারা জানান, শফিকুর রহমানের মৃত্যুর পরপরই দায়িত্বরত প্রফেসর ড. মো. আব্দুল মনাফ হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ‘নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি হাসপাতালে রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তেজনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না বিস্তারিত পরে জানতে পারবো।

এদিকে, প্রফেসর ড. মো. আব্দুল মনাফের কর্তব্য অবহেলার জন্য রোগীর মৃত্যু হয় এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের নিজস্ব প্যাডে তাদের ভুল চিকিৎসার জন্য লিখিতভাবে পুলিশের কাছে দিচ্ছেন বলে জানা গেছে। এমতাবস্থায় ওই চিকিৎসককে এই হাসপাতাল আর রাখবে না বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।