
রাইজিংসিলেট- সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী অঞ্চলের সব গ্যাস কূপে চলমান ড্রিলিং কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। রোববার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানের পাঠানো এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাপেক্সের তথ্যমতে, মাত্র দুই দিনের ব্যবধানে চারটি ভূমিকম্প নরসিংদী এলাকার নীচে থাকা ভূস্তরকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। তাদের মতে, সামান্য কম্পনও এই অঞ্চলের ভূমির অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
এ কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের যেসব জেলায় পেট্রোবাংলার আওতাধীন গ্যাস কূপে ড্রিলিং কাজ চলছিল, সেগুলোও অন্তত ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কার্যক্রম এই সময় পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সুপারিশ করা হয়।
এর আগের দিন, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎস ছিল নরসিংদীর পলাশ উপজেলা। পরে সন্ধ্যা ৬টার দিকে আরও দুটি কম্পন হয়—প্রথমটির মাত্রা ছিল ৩.৭ এবং দ্বিতীয়টির ৪.৩, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের পর পরবর্তী ক্ষুদ্র কম্পন বা আফটারশক হওয়া স্বাভাবিক।