
রাইজিংসিলেট- ভোটকেন্দ্রে নজরদারি বাড়াতে পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যামেরা কেনার উদ্যোগ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে পুলিশ সদস্যদের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি ১০ আগস্ট (রবিবার) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ আগস্ট (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভার অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ।
ফয়েজ তৈয়ব আহমেদ জানান, পুলিশের জন্য বডি ক্যামেরা সংগ্রহ কার্যক্রম এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “এই ক্যামেরাগুলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও স্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে।”