
রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, চিকিৎসক জুবাইদা রহমান এখন বাংলাদেশে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পথে। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে আসার পর, নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারী দল তাঁর তথ্য নিয়েছে এবং প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
২০০৮ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তাঁরা দেশে আসেননি এবং ভোটার হননি। তবে এবছর মে মাসে খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে আসার সময় তাঁর সঙ্গে ছিলেন জুবাইদা। ঢাকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য ঈদুল আজহার আগে তথ্য সংগ্রহ করা হয়।
ভবিষ্যতে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও, এখন পর্যন্ত তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত নন।
জানা গেছে, হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।