তানজিল হোসেন, ভোলা – বাংলাদেশ কোস্ট গার্ডের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভোলার চরফ্যাশনে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর (সোমবার) বিকাল ৫টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন থানাধীন শুকখালি খালে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত এলাকা থেকে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটগুলো থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।