ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে বাংলা বানান গদ্যনির্মিতি ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে বাংলা বানান গদ্যনির্মিতি ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত ।
সিলেট নগরের শামিমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বাংলা বানান, গদ্যনির্মিতি ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৯ডিসেম্বর) শনিবার কলেজ মিলনায়তনে কলেজ-অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। অুনষ্ঠানে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি ডক্টর জফির সেতু, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যাপক ও বিশিষ্ট কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বাচিকশিল্পী গাজী সাইফুল হাসান।

 

কর্মশালার সমন্বয়ক ও বাংলা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. এনামুল হক চৌধুরী সোহেল, বাংলা বানান, গদ্যনির্মিতি ও আবৃত্তি কর্মশালার আহবায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজির হাসিব।
প্রধান অতিথি ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জনে বাংলা বানান, গদ্যনির্মিতি ও আবৃত্তি কর্মশালা অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান প্রজন্মকে নৈতিক শিক্ষা ও মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।