
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের তরুণ প্রজন্মের ওপর। মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে আজকের তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বয়স তোমাদের অনেক কিছুই শেখায়। এখনই উপযুক্ত সময় নিজেকে সুন্দর করে গঠন করার। নিজেকে গঠন করতে সুশিক্ষিত, দানশীল, পরোপকারী ও সহনশীল হতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ক্যাম্পাসে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা এখন এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। এখানে তোমরা জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের বিকশিত করবে। তোমরা আলোকিত হয়ে সমাজ ও দেশকে আলোকিত করো, এই প্রত্যাশা করি।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবডির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, দেওয়ান আসকির আলী, মো. আব্দুল হাকিম এবং গোলজার হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও ভর্তি কমিটির আহ্বায়ক শাহানা বেগম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি নাগ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থী মিশকাতুল আফরা এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহনাজ তাবাসসুম তাহিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাবরিনা আক্তার ফাহিমা এবং গীতা পাঠ করেন সুস্মিতা সূত্রধর।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মকতা ও কর্মচারীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।