
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় কাউন্সিল ঢাকার তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ২২ নভেম্বর ২০২৫ ইং শনিবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশের ৮টি বিভাগের প্রতিনিধীগণ তাদের নেতা বাছাই করেছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নুর মোহাম্মদ মন্ডল ইদুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের বোর্ড অব গভর্ণরস অধ্যক্ষ ড.খলিলুর রহমান মাদানী, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক (অব.) নুর মোহাম্মদ আলম।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম. এ বারী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা বদরুদ্দোজা, মাওলানা লুৎফুর রহমান।
উপস্থিত সদস্যদের সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হককে নির্বাচিত করা হয়। পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র পাঠ করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। এই ঘোষণাপত্র শিক্ষকদের সম্মান, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নের দাবি আরও শক্তিশালী করবে। শিক্ষকদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। অধিকার প্রতিষ্ঠার পথে আমাদের অঙ্গীকার অটুট।
বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা সেলিম জাফর খান, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবু সালেহ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা জামাল উদ্দিন ফারুকী, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা সফিউল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, ফিল্ড সুপারভাইজার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, মউশিক সাধারণত কেয়ারটেকার কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুবায়দুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী আব্দুল হাকিম, মাওলানা নজমুল হক নছিব, হাফিজ মাওলানা নওফল আহমদ, মুফতি লোকমান খান নবীন, হাফিজ মাওলানা আব্দুল মুকিত, হাফিজ মাওলানা আবিদ হাসান, মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, মাওলানা নূর হোসেন আজিজ, মুফতি ফায়যুল কারীম, মাওলানা এখলাছুর রহমান সিতু প্রমুখ।