ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মকসুদুল করিম নোহেল সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা যুবদলের সাধারণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মকসুদুল করিম নোহেলকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মকসুদুল করিম নোহেল এক প্রতিক্রিয়ায় বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করবো। এ দায়িত্ব গ্রহণের পর মকসুদুল করিম নোহেল সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।