
আগামীকাল মঙ্গলবার, ১ জুলাই, ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক হিসাব চূড়ান্তকরণের দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে ব্যাংকগুলো গত ছয় মাসের আর্থিক হিসাব সমন্বয় করে এবং অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরি করে। এসব জটিল কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এদিন ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।
এ কারণে মঙ্গলবার ব্যাংকের শাখাগুলো থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বা এটিএম ব্যবহার করে নগদ উত্তোলন—সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকবে।
তবে বাংলাদেশ ব্যাংক এবং কিছু বাছাই করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট শাখা শুধু অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজের জন্য খোলা থাকবে।
ব্যাংক বন্ধ থাকায় দেশের পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হবে না, কারণ শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে।