ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে হঠাৎ অ গ্নি কাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিন ভাইয়ের বসতবাড়ি

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিন ভাইয়ের ১৭ কক্ষবিশিষ্ট বসতবাড়ি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত ১২টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নার গ্যাস থেকে আগুন লাগতে পারে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাড়িতে ব্যবহারযোগ্য অবশিষ্ট কিছু নেই। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানান তিনি।’

অন্যদিকে শোকাতর বাড়ির মালিকের সাথে তাৎক্ষণিক কথা বলা যায় নি। তবে স্থানীয়রা জানান, তারা তিন ভাই ব্যবসায়ী ছিলেন। তাদের এতো বড় বাড়ি পুড়ে গেছে এখানে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার বেশি হবে।

জানা যায়, রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখতে পান বাড়ির লোকজন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান কিন্তু বেপরোয়া আগুন একঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে যাচ্ছে। পরে ফায়ারসার্ভিস ফেঞ্চুগঞ্জকে খবর দেওয়া হলে প্রায় সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।