
রাইজিংসিলেট- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ ব্যাহত হয়েছে। এর ফলে আজ রোববার (১২ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটরযান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় কেন্দ্রীয় পরিবহন সংগঠনের নির্দেশনার ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে ময়মনসিংহ ছাড়াও শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে বাস না থাকায় ঢাকামুখী কর্মজীবী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজ করছেন।
এই পরিস্থিতির সূত্রপাত ঘটে, একজন জুলাই আন্দোলন কর্মীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে। ঘটনার পর শুক্রবার রাত থেকে এনসিপি ও জুলাই আন্দোলনের কর্মীরা একটি বাস কাউন্টারে তালা দিয়ে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আন্দোলনকারীরা চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
শনিবার মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতরা। তারা দাবি করেন, শহিদ রিদোয়ান হোসেন সাগর হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন পরিবহন চলাচল বন্ধ করতে হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
এই আন্দোলনের ফলে পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।