
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইল ২৫নং ওয়ার্ড এলাকার হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার সাবেক ছাত্র এবং সাংবাদিক এহিয়া আহমদের ছোট ভাই মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.)-এর ৪র্থ ঈসালে সওয়াব উপলক্ষে খতমে শাব্বীনা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জ থানাধীন পৌরসভার হাইদ্রাবন্দ গ্রামে (২নং ওয়ার্ডে) হাজী মুছব্বির আলীর বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সাবেক ছাত্র হাফিজ মোহাম্মদ মুমিনুল ইসলামের পরিচালনায় ও সাংবাদিক এহিয়া আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিবেশন করেন হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার সুপারিনটেনডেন্ট হাফিজ মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন।
খতমে কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন হাইদ্রাবন্দ দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ময়নুল হক, মাওলানা ময়নুল ইসলাম ও হাফিজ শমসের আলি ও সাব্বির আহমদ।
উক্ত অনুষ্ঠানে বুধবার রাতব্যাপী খতমে শাব্বীনার তেলাওয়াত করেন সিলেট থেকে আগত হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান, হাফিজ মোহাম্মদ এনামুল ইসলাম, হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় উলামায়ে কেরাম, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) এর সহপাঠীবৃন্দ।