ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের তহবিল আত্মসাৎ আওয়ামী লীগ নেতা রাজার বিরুদ্ধে মানববন্ধন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের তহবিল আত্মসাৎ করার অভিযোগে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন— মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামসুল ইসলাম ও মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন—ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা জানান, শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের সাত লক্ষাধিক টাকা নিজের কাছে রেখে দেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মসজিদের তহবিল ফেরত না দিয়ে যুক্তরাজ্যে পলায়ন করেন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও তিনি নানা অজুহাত দেখান।

বক্তারা আরও বলেন, মসজিদের তহবিল আত্মসাৎ হওয়ায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেওয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না, এছাড়া অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।

শামসুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।