ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাছের উৎপাদন হ্রাসের অন্যতম কারণ নদীর দূষণ- মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি : মাছের উৎপাদন হ্রাসের অন্যতম কারণ আমাদের নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।

তিনি বলেন, “একসময় যে নদীতে আমরা প্রচুর মাছ ধরতাম, এখন সে নদীগুলো বিভিন্ন কলকারখানার বর্জ্যে দূষিত হয়ে অনেকটা কালো হয়ে গেছে। এ নষ্ট পানি এখন হাওরে গিয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “মাছের উৎপাদন বাড়াতে হলে কলকারখানার বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাওর ও বিলগুলো ভরাট রোধ করতে হবে। এছাড়া মৎস্যচাষের জন্য একটি নির্দিষ্ট অঞ্চল ঘোষণা করা জরুরি, যেখানে কেবল মাছের চাষ করা হবে।”

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থাপনা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ ইকবাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-এ-এলাহি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।