
রাইজিংসিলেট- সিলেট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দের পর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমসান চৌধুরী।
তিনি সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যলয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে নৌকা প্রতীক বরাদ্দ হাতে নেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর হযরত শাহজালাল (রঃ) মাজার, হযরত শাহপারান (রঃ) মাজার, হযরত কইন্যা শাহ (রঃ) মাজার ও তার পিতা এবং বড় ভাইয়ের কবর জিয়ারত করেন।
মাজার জিয়ারতের পর তিনি মিডিয়ায় বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তিনি নির্বাচনী এলাকাসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলের কাছে সার্বিক সহযোগীতা চেয়ে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে মিডিয়াতে আনুষ্ঠানিক ভাবে প্রচারণার ঘোষণা দিয়ে প্রথমে চলে যান নির্বাচনী এলাকা ওসমানীনগর ও পরে বিশ্বনাথে। পৃথক স্থানে গিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করে সকলের প্রতি সার্বিক সহযোগীতা ও নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করার জন্য বলেন।