ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৭ ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মাত্র ৭ ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু এর মাঝেই হারিয়ে ফেলল চার উইকেট।

গোয়াহাটিতেঁ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ায় এই ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও এবার খুব বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। টপলির শিকার হয়ে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্তও (২)। তবে আগের ম্যাচের মতোই দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও ফিফটির খুব কাছ থেকেই ফিরতে হয় তাকে। মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।

এরপর উইকেটের একপ্রান্ত আগলে রাখতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অপরপ্রান্তে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। দুজনেই আটকা পড়েন আদিল রশিদের স্পিন জালে। ম্যাচের ৩০ ওভারের পর হানা দেয় বৃষ্টি। তিন ঘণ্টা প্রকৃতির দাপটের পর রাত ৮টায় শুরু হয় খেলা। ৫ উইকেটে ১৫৩ রান থেকে ৩৭ ওভার শেষে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৮৮ রানে। সর্বোচ্চ ৭৪ রান আসে মিরাজের ব্যাট থেকে। ৮৯ বলে ১০ চারে ইনিংসটি সাজান তিনি। ইংল্যান্ডের হয়ে রিস টপলি শিকার করেন সর্বোচ্চ তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

ব্যাটিং ধসের কারণে রানও খুব একটা হয়নি এই সময়ে। তবে বাংলাদেশ ১৮৮ রানে থামলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৭ ওভারে ১৯৭ রান।

২৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।