ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসাছাত্রীকে ধ র্ষ ণে র অ ভি যো গে থানায় মা ম লা

rising sylhet
rising sylhet
জুলাই ২৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মনির উপজেলার চামী গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে।

রোববার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী পার্শ্ববর্তী দোকানে চকলেট কিনতে গেলে দোকানি মনির তাকে দোকানের ভেতর ঢুকিয়ে দরজায় তালা দেন। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।